ই-পেপার
সর্বশেষ সংবাদ :

একুশে পদক জেতায় নারী ফুটবলারদের অভিনন্দন জানালো বাফুফে

স্পোর্টস ডেস্ক: দেশের নারী ফুটবলে চলছে অস্থিরতা। নারী ফুটবলের এই অচলাবস্থা নিরসনে চেষ্টা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এর মধ্যে গত বৃহস্পতিবার খবর আসে টানা দ্বিতীয়বার সাফ জেতা নারী ফুটবল দল একুশে পদক পাচ্ছে। এটা এ মুহুর্তে দেশের নারী ফুটবলে সুসংবাদই বটে।
খবরটি পাওয়ার একদিন পর আজ নারী ফুটবলারদের আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানিয়েছে বাফুফে। এর আগে দেশের অন্যতম সেরা ক্লাব বসুন্ধরা কিংস তাদের ফেসবুক পেজ থেকে নারী দলকে আনুষ্ঠানিক অভিনন্দন জানিয়েছে।
দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক। দেশের খেলাধুলায় প্রথম দল হিসেবে এই পুরস্কার পেয়েছেন সাবিনা-কৃষ্ণারা। বৃহস্পতিবার সংস্কৃতি মন্ত্রণালয় এই পুরস্কার ঘোষণা করে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছে অনেকে। তবে অভিনন্দন না জানানোয় তীব্র সমালোচনার মুখে পড়ে বাফুফে। অবশেষে আজ সেই অভিনন্দনবার্তা দিল তারা।


প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৫ | সময়: ৬:১৮ পূর্বাহ্ণ | সুমন শেখ