বৃহস্পতিবার, ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তানের মাটিতে ত্রিদেশীয় সিরিজ। স্বাগতিকদের সঙ্গে আছে নিউজিল্যান্ড আর দক্ষিণ আফ্রিকা। লাহোরে সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানের মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড।
প্রথম ম্যাচেই রানপাহাড় গড়েছে কিউইরা। গ্লেন ফিলিপসের সেঞ্চুরিতে ভর করে ৬ উইকেটে ৩৩০ রান তুলেছে নিউজিল্যান্ড। অর্থাৎ জিততে হলে পাকিস্তানকে করতে হবে ৩৩১। গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নেয় নিউজিল্যান্ড। শুরুটা ভালো ছিল না। তবে তৃতীয় উইকেটে কেন উইলিয়ামস আর ড্যারিল মিচেলের ১১২ বলে ৯৫ রানের জুটিতে বড় সংগ্রহের ভিত পেয়ে যায় কিউইরা। উইলিয়ামস ৫৮ আর মিচেল ৮৪ বলে করেন ৮১।
শেষ ছয় ওভারে ৯৮ রান তোলে নিউজিল্যান্ড। যার মূল কৃতিত্ব সেঞ্চুরিয়ান ফিলিপসের। ৭২ বলে সেঞ্চুরি পূরণ করেন এই ব্যাটার। শেষ পর্যন্ত ৭৪ বলে ১০৬ রানে অপরাজিত থাকেন ফিলিপস, যে ইনিংসে ৬টি চারের সঙ্গে ৭টি ছক্কা হাঁকান তিনি। পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি ৩টি আর আবরার আহমেদ নেন ২টি উইকেট।