ই-পেপার

রাজশাহীতে সাবেক মেয়র লিটনের বাড়ি ভাংচুর

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের বাসভবনের সামনের অংশ গুড়িয়ে দেওয়া হয়েছে। বিক্ষুদ্ধ জনতা বৃহস্পতিবার রাত ১১টার দিকে একটি বুলডোজার দিয়ে বাড়িটি ভেঙে ফেলার কাজ শুরু করে। রাত ১২টা পর্যন্ত বাড়িটির সামনের অংশ ভাঙা হয়।
খায়রুজ্জামান লিটনের তিনতলা বাড়িটি নগরের উপশহরে। বাড়িটি ভেঙে ফেলার সময় সেখানে ক্ষুব্ধ জনতাকে দেখা গেছে। তারা সাবেক মেয়রকে নিয়ে না শ্লোগান দেয়। বাড়িটি ভেঙে ফেলার সময় সেখানে কিছু উৎসুক মানুষকেও ভিড় করে।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবার নিয়ে আত্মগোপনে চলে যান খায়রুজ্জামান লিটন।
শেখ হাসিনা সরকারের পতনের দিনই এ বাড়িতে হামলা হয়। বাড়ির সবকিছু লুট হয়ে যায় সেদিন। পরদিন বাড়িটির দরজা-জানালাও খুলে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে পরিত্যাক্ত বাড়ির মতো ভবনটি দাঁড়িয়ে ছিল। সেই দালানটিও এবার গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। যার সামনের অংশ গুড়িয়ে দেওয়া হয়।
এর আগে নগরের উপশহর নিউমার্কেটের পাশে আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয়ও গুড়িয়ে দেওয়া হয়েছে। রাত ৯টার দিকে বুলডোজার দিয়ে ভবনটি গুড়িয়ে দেওয়া হয়।

নওগাঁ শহরের সরিষাহাটির মোড়ে জেলা আওয়ামী লীগের কার্যালয় ও সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বাড়ি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে বিক্ষুব্ধ জনতা এক্সকাভেটর দিয়ে দলীয় কার্যালয় ব্যাপক ভাঙচুর করে এবং সন্ধ্যার পর সাধন চন্দ্র মজুমদারের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
শুক্রবার সকালে সরেজমিন দেখা গেছে, দুই জায়গার চিত্র একেবারেই ধ্বংসস্তূপে রূপ নিয়েছে। আওয়ামী লীগ কার্যালয়ের ভবনের নিচতলার অস্তিত্ব বলতে কিছুই নেই। দেয়ালগুলো ধসে পড়েছে, জানালা-দরজার কোনো চিহ্ন নেই। শুধু ধুলোমাখা ইট আর ভাঙা কংক্রিটের স্তূপ পড়ে আছে। এ ছাড়া সাততলা ভবনটির চারতলা পর্যন্ত জানালা ও দরজার গ্রিল খুলে নিয়ে যাওয়া হয়েছে।
সাধন চন্দ্র মজুমদারের বাড়ির অবস্থা আরও শোচনীয়। রাতভর আগুন জ্বলেছে, ঘরের আসবাব পুড়ে ছাই হয়ে গেছে। সকালে দেখা গেছে, বাড়ির কাঠামো ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। জানালা-দরজা, মাইক্রো রাখা ঘরের টিনের চাল, এমনকি রড ও বৈদ্যুতিক সংযোগের তার পর্যন্ত খুলে নেওয়া হয়েছে।


প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৫ | সময়: ৭:৪৫ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর