ই-পেপার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের নির্যাতনে এক বাংলাদেশী নিহত

স্টাফ রিপোর্টোর, শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর সীমান্ত দিয়ে ভারতীয় ভূখন্ডে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বিএসএফের নির্যাতনে এক বাংলাদেশির নিহতের অভিযোগ উঠেছে।
বৃহষ্পতিবার (৭ ফেব্রুয়ারী) দিবাগত রাতে উপজেলার ফতেপুর ও রঘুনাথপুর ক্যাম্পের মাঝ এলাকা দিয়ে ভারতীয় ভূখন্ডে প্রবেশের অভিযোগে ভারতের ১১৫ বিএসএফ ব্যাটালিয়নের রেস ক্যাম্পের বিএসএফ সদস্যরা ঐ বাংলাদেশীকে আটকের পর নির্যাতন করলে সে মারা যায় বলে অভিযোগ পরিবারের সদস্যদের। বিষয়টি নিশ্চিত করেন র্দুলভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আযম ও নিহতের ছোট ভাই সুমন আলী। তবে বিজিবির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি। নিহত বারিকুল ইসলাম উপজেলার দুর্লভপুর ইউনিয়নের নামোজগনাথপুর স্কুলমাঠ এলাকার সেতাউর রহমানের ছেলে।
দুর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আযম তার পরিবারের সদস্যদের উদ্ধৃতি দিয়ে জানান,বৃহষ্পতিবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর এলাকার পাশ দিয়ে কয়েকজন ব্যক্তি সহ বারিকুল ভারতে অনুপ্রবেশ করলে বিএসএফ সদস্যরা গুলি করে। এ সময় বারিকুল পড়ে গেলেও বাকিরা বাংলাদেশে পালিয়ে আসতে সমর্থ হয়। পরে রেস ক্যাম্পের সদস্যরা বারিকুল কে ধরে নিয়ে গিয়ে নির্যাতন চালানোর এক পর্যায়ে মারা যায়। বর্তমানে তার মরদেহ বিএসএফ ক্যাম্পে রয়েছে এবং তার শরীরে আঘাতের নমুমা পাওয়া গেছে বলে নিহতের ভারতীয় ভূখন্ডে বাস করা স্বজনরা শুক্রবার দুপুরে বাংলাদেশে বসবাসকারী স্বজনদের জানায়। তবে নিহতের ছোট ভাই সুমন আলী দাবী করেন, তার ভাই বৃহষ্পতিবার সন্ধ্যায় পদ্মা নদীতে মাছ মারতে গিয়ে নিখোঁজ হয়। পরে ভারতের স্বজনদের মাধ্যমে জানতে পারেন তার ভাইয়ের মরদেহ ভারতের মহিষালবাড়ি হাসপাতালে রাখা আছে। তিনি আরও জানান, বিজিবি সদস্যরা তাদের বাড়িতে এসেছিল এবং মরদেহ ফেরতের জন্য বিষয়টি জানানো হয়েছে।
এ ব্যাপারে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল মনির উজ্জ জামান জানান, এ ধরনের কোন তথ্য তাদের কাছে নাই। যদি এ ধরনের কোন কিছু জানা যায় তবে তা পরে জানানো হবে। এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, এ ধরনের একটি খবর তিনি বিভিন্ন মাধ্যমে ও পরিবারের সদস্যদের মাধ্যমে জেনেছেন।


প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৫ | সময়: ৭:৩৫ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর