বুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, পুঠিয়া: রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নের জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে ৪টায় আইডিয়াল ডিগ্রিকলেজ মাঠ প্রাঙ্গনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বেলপুকুর ইউনিয়ন কৃষকদলের আহবায়ক শাজাহান আলী লিটনের সভাপতিত্বে এবং ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব শিমুল সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা কৃষকদলের আহবায়ক শফিকুল আলম সমাপ্ত, প্রধান বক্তা ছিলেন, রাজশাহী জেলা কৃষকদলের সদস্য সচিব আকুল হোসেন মিঠু, সাবেক মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাহামুদুর হোসাইন, পুঠিয়া উপজেলা কৃষক দলের আরবায়ক রিপন, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মাহাবুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা বিএনপির আহবায়ক আমিনুল ইসলাম মিন্টু, পুঠিয়া উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক শাজাহান সরদার, বেলপুকুর ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারি সাবেক মেম্বার ওহায়েদ আলী, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নুরুউদ্দি, আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল পুঠিয়া উপজেলা শাখা ওয়াশিম আলী, সাবেক সিনিয়র সহ-সভাপতি পুঠিয়া উপজেলা যুবদল দেলোয়ার হোসেন, খলিলুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে শফিকুল আলম সমাপ্ত বলেন আওয়ামী লীগ পালিয়ে যাওয়া দল ১৯৭১ সালেও পালিয়েছিল। শেখ হাসিনার জন্য তার বাপের সুনাম ক্ষুন্ন হয়েছে তাই মুজিবের মূর্তি ভেঙ্গে চুরমার করে ফেলছে।