রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়ন তাঁতীদলের উদ্যোগে রাজশাহী জেলা তাঁতীদলের সভাপতি ও জেলা বিএনপি’র সাবেক নির্বাহী সদস্য কুতুব উদ্দিন বাদশার নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কদমশহর বাজার থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আবার বাজারের গেয়ে সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন গোদাগাড়ী উপজেলা তাঁতি দলের সাবেক যুগ্ন আহবায়ক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত বিপ্লব। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা তাঁতি দলের সাবেক যুগ্ন আহবায়ক ও জেলা দপ্তরের সংযুক্ত ২ রাকিবুল ইসলাম।
বিশেষ অতিথি সুজন আহমেদ রাজ সাবেক জেলা তাঁতীদলের সদস্য ও সভাপতি গোদাগাড়ী উপজেলা তারেক জিয়ার প্রজন্ম দল, গোলাম গাউস বাবু সিনিয়র সহ-সভাপতি দেওপাড়া ইউনিয়ন তাঁতিদল, সহ ইউনিয়নে ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতিত্ব করেন দেওপাড়া ইউনিয়ন তাঁতীদল সভাপতি আশিকুল ইসলাম জনি। সঞ্চালনায় ছিলেন দেওপাড়া ইউনিয়ন তাঁতীদল সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রায়হানুল ইসলাম রানা।
এদিকে, রাজশাহী পবা উপজেলা বিএনপি ও তাঁতীদলের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে দারুশা বাজারের রাজশাহী জেলা তাঁতীদলের সভাপতি ও জেলা বিএনপি’র সাবেক নির্বাহী সদস্য কুতুব উদ্দিন বাদশার নামে দায়েরকৃত উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা মামলা প্রত্যাহার ও অবিলম্বে বাদীর বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।