ই-পেপার

রাজশাহীর পুঠিয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

  1. রকিবুল হাসান, পুঠিয়া:

রাজশাহীর পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সহোদর দুই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতারা হলেন, পুঠিয়া পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইবনে শায়েক রহমান ও সহ-সম্পাদক সিহাব ইবনে সেলিম স্মরণ।

বৃহস্পতিবার দিবাগত রাতে পৌর সদরের স্টেডিয়াম পাড়া থেকে এই দুই সহোদর ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়। এরা পুঠিয়ার স্টেডিয়াম পাড়ার সেলিম ইবনে টিপু হকের ছেলে।

পুলিশ জানায়, এরা দুই ভাই নাশকতার পরিকল্পনা করছিল। গোপন সূত্রে এ খবর পেয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।  এছাড়া এরা রাজনীতির নামে দীর্ঘদিন ধরে এলাকায় ছিনতাই, সন্ত্রাসী কার্যকলাপ ও মাদক ব্যবসার সাথে জড়িত।

এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, গ্রেফতারকৃতরা নাশকতার পরিকল্পনা করছিল। এছাড়াও এদের বিরুদ্ধে নানারকম অভিযোগ রয়েছে। তাই তাদের গ্রেফতার করা হয়েছে।

সানশাইন/রকিবুল/শামি


প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৫ | সময়: ৩:৪৬ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর