ই-পেপার

পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান সামাদ মোল্লা গ্রেফতার

ইমাম হোসেন, ডিজিটাল:

রাজশাহী জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস এ্যাডভোকেট আব্দুস সামাদকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২ টার দিকে পুঠিয়া উপজেলার নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তার বাড়ি থেকে তাকে আটক করা হয়। পুলিশ তার বাড়ি ঘিরে ফেলেছে এটা জানতে পেরে সে ছাগলের ঘরে লুকিয়ে থাকে। সেখান থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

পুলিশ জানায়, আওয়ামীলীগ নেতা আব্দুস সামাদ পুঠিয়া উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীদের সংগঠিত করার দায়িত্ব পালন করছিল। যাতে সবাই নাশকতার কাজ নির্দেশ মত পালন করতে পারে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, রাষ্ট্র বিরোধী কার্যকলাপ পরিচালনার  জন্য এলাকার আওয়ামীলীগ, যুবলীগ, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতাকর্মীদের সংগঠিত করেছিল বেশ কিছুদিন থেকে। তাই তাকে আটক করা হয়েছে।

সানশাইন/ইমাম/শামি


প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৫ | সময়: ২:৪২ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর