ই-পেপার

নাটোরে এমপি শিমুলের বাড়িতে আগুন : বিক্ষুদ্ধ জনতা পোড়ালেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়ি

স্টাফ রিপোর্টার, বাঘা: রাজশাহীর চারঘাট-বাঘা থেকে নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের তিন তলা বাড়িতে আগুন এবং গার্মেন্টস শ্রমিকদের প্রশিক্ষণ কেন্দ্র ভাংচুর করেছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার আড়ানীর বাড়িতে আগুন ও ছাতারী এলাকায় অবস্থিত একটি প্রশিক্ষণ কেন্দ্রে এই ভাংচুরের ঘটনা ঘটে। আওয়ামী সরকারের পতনের পর থেকে শাহরিয়ার আলম আত্মগোপনে আছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বাঘা উপজেলা সদর ও চারঘাটের দিক থেকে শতাধিক মোটরসাইকেলে বিক্ষুব্ধ জনতা বাড়িটির সামনে যান। এরপর কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। পরে বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থালে গেলে তার পূর্ব মুহুর্তে বিক্ষুব্ধ জনতা সেখান থেকে সটকে পড়েন।
শাহরিয়ার আলম ২০০৮ সালের নির্বাচনে প্রথম রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের এমপি নির্বাচিত হন। এরপর আরও তিনবার এ আসনের এমপি হন। মাঝ খানের দুই মেয়াদে তিনি আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
গত ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুথানে আওয়ামী সরকারের পতনের দিন রাজশাহীর প্রায় সব এমপি ও মেয়রের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট হয়। তবে শাহরিয়ার আলমের বাড়িটি একেবারেই অক্ষত ছিল। সবশেষ বৃহস্পতিবার এ বাড়িটিও জালিয়ে দেওয়া হলো।
স্থানীয় লোকজন জানান, এই বাড়িটিতে আগুন লাগার অনেক পরে ফায়ার সার্ভিসের লোকবল এসে আগুন নিয়ন্ত্রন করেন। ততক্ষণে বাড়ির আসবাবপত্র সহ পুরো বাড়ি পুড়ে যায়।
এদিকে উক্ত ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাঘার ছাতারী এলাকায় অবস্থতি শাহরিয়ার আলমের গ্রার্মেন্টস শ্রমিকদের প্রশিক্ষণ কেন্দ্রটি ভাংচুর করেন। উভয় ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে উল্লেখ প্রত্যক্ষদর্শীরা।

এদিকে, নাটোর সদর আসনের আলোচিত সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম শিমুলের বাসভবন জান্নাতি প্যালেসে পুনরায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। বুধবার রাত সাড়ে বারোটার দিকে একটি মিছিল গিয়ে শহরের কান্দিভিটুয়াস্থ’ শিমুলের বাসভবনে আগুন দেয়।
এর আগে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরেই আলোচিত জান্নাতি প্যালেসে আগুন জ্বালিয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এর পরদিন বাড়িটি থেকে আগুনে পোড়া ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হয় জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা কর্মীরা। সেখান থেকে মাইক নিয়ে মিছিল করতে করতে সাবেক এমপি শিমুলের বাড়িতে যায তারা।
সেখানে আগেই পুড়ে থাকা একটি গাড়িতে ও বারান্দায় আগুন জ্বালিয়ে মাইকে গান দিয়ে নাচানাচি করেন তারা। সংবাদটি লেখা পর্যন্ত বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা শিমুলের বাসভবনেই অবস্থান করছেন।
এবিষয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, আসলে বাড়িটিতে তো কিছুই নেই। খবর পেয়েছি সেখানে বৈষম্য বিরোধী ছাত্ররা সহ অন্যান্য লোকজনও রয়েছে। ডিজে পার্টি করছে শুনেছি।


প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৫ | সময়: ৬:৩৮ পূর্বাহ্ণ | সুমন শেখ