ই-পেপার

রাজশাহী কলেজে শেখ মুজিবের ম্যুরাল ও তিন ভবনের নামফলক ভেঙে নতুন নামকরণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী কলেজের প্রশাসন ভবনের সামনে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও তিনটি একাডেমিক ভবনের নামফলক ভেঙে নতুন নামকরণ করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে শেখ মুজিবুর রহমান, তাঁর ছোট ছেলে শেখ রাসেল এবং এ.এইচ.এম. কামারুজ্জামানের নামে থাকা ভবনগুলোর দেয়াললিখন মুছে দেওয়ার কর্মসূচি পালন করেন সাধারণ শিক্ষার্থীরা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজশাহী কলেজের নবনির্মিত একাডেমিক ভবনের নতুন নামকরণ করেন ‘শহীদ আলী রায়হান ভবন’, এ.এইচ.এম. কামারুজ্জামান ভবনের নাম পরিবর্তন করে ‘শহীদ সাকিব আনজুম ভবন’, এবং শেখ রাসেল ডিজিটাল ল্যাবের নতুন নাম রাখেন ‘বিজয়-২৪ ল্যাব’। এসব নতুন নামের ব্যানার ভবনগুলোতে ঝুলিয়ে দেন তারা।
এর আগে, সকাল ১২টার দিকে শিক্ষার্থীরা পূর্বঘোষিত কর্মসূচি পালনের জন্য কলেজের প্রশাসন ভবনের সামনে জড়ো হন এবং অবস্থান কর্মসূচি চলাকালে বিভিন্ন প্রতিবাদমূলক স্লোগান দিতে থাকেন। এ সময় তারা “স্বৈরাচারের ঠিকানা, এই বাংলায় হবে না”, “মুজিববাদের ঠিকানা, এই বাংলায় হবে না”, “আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ”, “ফ্যাসিবাদের বিরুদ্ধে, আগুন জ্বালো একসাথে” ইত্যাদি স্লোগান দেন।
সরেজমিনে দেখা যায়, সকাল ১২টার দিকে শিক্ষার্থীরা প্রশাসন ভবনের সামনে শেখ মুজিবের ম্যুরালের সামনে অবস্থান নেন। একপর্যায়ে তারা ম্যুরাল ভাঙার জন্য বুলডোজার নিয়ে আসেন এবং সেটি ভেঙে ফেলেন। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মিছিল নিয়ে এ.এইচ.এম. কামারুজ্জামান ভবনের সামনে যান এবং ভবনটির নাম ‘শহীদ সাকিব আনজুম ভবন’ ঘোষণা করেন। এরপর তারা নির্মাণাধীন নতুন একাডেমিক ভবনের সামনে গিয়ে সেটির নামকরণ ‘শহীদ আলী রায়হান ভবন’ এবং শেখ রাসেল ডিজিটাল ল্যাবের নাম ‘বিজয়-২৪ ল্যাব’ দেন। এর আগে, বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে থাকা সব নামফলক, গ্রাফিতি ও দেয়াল লিখন মুছে দেন রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসের সাধারণ শিক্ষার্থীরা।


প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৫ | সময়: ৬:৩৬ পূর্বাহ্ণ | সুমন শেখ