মঙ্গলবার, ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানের শহীদদের পরিবার নিয়ে টালবাহানা চলছে উল্লেখ করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান ভুইঁয়া বলেছেন, শহীদদের পরিবারগুলোকে পূর্ণ মর্যাদা দিতে হবে। আহত ভাইদের রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব সরকারকে নিতে হবে।
বৃহস্পতিবার সকালে রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে মহানগর ছাত্রশিবিরের এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। এর আগে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর জাদুঘর মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাহেব বাজার জিরো পয়েন্টে মিলিত হয়।
আসাদুজ্জামান ভুইঁয়া বলেন, আল্লাহর দরবারে শুকরিয়া, ২৩৪ জন ভাইয়ের রক্তস্নাত কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আজ ৪৮ তম বছরে পদার্পণ করেছে। আমাদের এ ৪৮ বছর ছিল কন্টকাকীর্ণ। আমরা কখনো শহীদ হয়েছি, কখনো বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব বাতিলের মতো সিদ্ধান্তের স্বীকার হয়েছি। আমরা রাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের মাধ্যমে নির্যাতিত, অত্যাচারিত ও বঞ্চিত হয়েছি।
তিনি আরও বলেন, রাষ্ট্র চায় মাদকমুক্ত ইভটিজিং মুক্ত সমাজ গড়তে, আমাদের শিবিরের লক্ষাধিক ভাইয়েরা মাদক সেবন করেনা, ইভটিজিংও করেনা। ইসলামী ছাত্রশিবির নিরাপদ ক্যাম্পাস তৈরীর লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমরা দেখেছি ছাত্রশিবির রাষ্ট্রীয় প্রতিটি জায়গাতেই সুন্দর রাষ্ট্র গঠনের জন্য ভূমিকা পালন করে আসছে। এরপরও ছাত্রশিবির নির্যাতিত। ২৪ এর গণঅভ্যুত্থানে আমাদের অসংখ্য ভাই শহীদের নজরানা পেশ করেছেন। তাই গণঅভ্যুত্থানে গণহত্যা চালানো খুনিদের বিচার অতি দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে।
বর্তমান সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, রাষ্ট্রের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় স্বৈরাচারের দোসররা রয়েছে। আমাদের সরকারের পক্ষ থেকে যেভাবে তাদেরকে বিচারের আওতায় আনার কথা ছিল, আমরা তা দেখতে পাচ্ছি না। আমরা রাষ্ট্রের কাছে উদার্ত আহ্বান জানাবো, অতিদ্রুত সময়ের মধ্যে স্বৈরাচারের দোসরদের গ্রেপ্তার ও বিচারের আওতায় নিয়ে আসতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের প্রথম সভাপতি ছিলেন এটিএম আজহারুল ভাই। এটিএম আজহার ভাইকে দ্রুত মুক্তি দিতে হবে।
রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি শামীম উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি ইমরান নাজিরের সঞ্চালনায় অনুষ্ঠানে অফিস সম্পাদক শাখাওয়াত হোসেন, প্রচার সম্পাদক রুবেল আহমেদ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নওগাঁ: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁয় বর্ণাঢ্য র্যালি করেছে সংগঠনটি। বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের কাজীর মোড় থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মুক্তির মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় ছাত্রশিবিরের নওগাঁ জেলার সভাপতি সারোয়ার হোসাইন, জেলা সেক্রেটারী আব্দুর রাকিবসহ জেলার নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা র্যালিতে অংশ নেন।
সভাপতি সারোয়ার হোসাইন বলেন, এ পর্যন্ত ছাত্রশিবিরের লোকজন যত জায়গায় অবস্থান নিয়েছে তারা সেখানে সততার পরিচয় দিয়েছে। বাংলাদেশের সমৃদ্ধির জন্য ইসলামী ছাত্রশিবির অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে যাবে।
পুঠিয়া: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে এক বিশাল বর্নাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী পূর্ব জেলা ছাত্রশিবির উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১০টায় বানেশ্বর বাজারে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা পূর্বের সভাপতি রুবেলের নেতৃত বর্নাঢ্য র্যালীটি অনুষ্ঠিত হয়। বানেশ্বর শহীদ নাদের আলী বালিকা বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বানেশ্বর ট্রাফিক অতিক্রম করে রাজশাহী-ঢাকা মহাসড়ক দিয়ে বানেশ্বর বাজারের গুরুত্বপূর্ণ স্থান পরির্দশন করে তেলপাম্প পৌছায় সেখান থেকে ঘুরে আবার বানেশ্বর চৈতালি মার্কেট পর্যন্ত এসে পূণরায় ঘুরে ট্রাফিক মোড়ে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত থেকে বক্তব্য দেন, ছাত্রশিবিরের জেলা পূর্বের সভাপতি রুবেল আলী, সেক্রেটারি আব্দুর রব, বিশ্ববিদ্যালয় সভাপতি মুস্তাকুর রহমান জাহিদ, ছাত্রশিবিরের জেলা পূর্বের অফিস সম্পাদক শামিম, অর্থ সম্পাদক রায়হান, দাওয়া সম্পাদক আ: শাহাদত আলী, প্রকাশ সম্পাদক,আব্দুল মুমিন সহ বিভিন্ন উপজেলা থেকে আগত বাংলাদেশ ইসলামী শিবিরের নেতাকর্মীরা।
মোহনপুর: রাজশাহীর মোহনপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা চত্বরে মেধা ও সততায় গড়বো সবার বাংলাদেশ শ্লোগানে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে সংগঠনটির মোহনপুর উপজেলা শাখার নেতাকর্মীরা।
সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ছাত্রশিবির রাজশাহী জেলা পশ্চিম শাখার সভাপতি ইলিয়াস আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রশিবির মোহনপুর উপজেলা শাখার সভাপতি জুবাইর রহমান রাকিব ও সঞ্চালনা করেন বাংলাদেশ ছাত্রশিবির মোহনপুর উপজেলা শাখার সাবেক সভাপতি আমিনুল এহসান ফিরোজ।
সভায় বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ছাত্রশিবির রাজশাহী জেলা শাখার সাবেক সভাপতি হাসান আলী বিপুল, সাবেক সেক্রেটারি আলমগীর হোসাইন, রাজশাহী জেলা শাখার অফিস সম্পাদক মমিনুল ইসলাম, এইচ আরডি সম্পাদক আব্দুল্লাহ হিল কাফিসহ বিভিন্ন পর্যায়ের বর্তমান ও সাবেক দায়িত্বশীল নেতৃবৃন্দ।