ই-পেপার

লালপুরে টাকা লেনদেনের ঘটনায় খুন হয় ভ্যানচালক

লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুরে ভ্যানচালক সুকুমারকে কুপিয়ে হত্যার ঘটনায় পুলিশ জিহাদুল ইসলাম জিহাদ (২৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে। এছাড়া হত্যাকান্ডে ব্যবহৃত চাকু, ছিনতাই করা ভ্যানের ব্যাটারী, হত্যার সময় হত্যাকারীর গায়ে থাকা গেঞ্জি ও সেন্ডেল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে নাটোরের পুলিশ সুপার মারুফাত হুসাইন প্রেসব্রিফিং এর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত জিহাদ লালপুর উপজেলার বাওড়া গ্রামের সাহেব আলীর ছেলে।
পুলিশ সুপার জানান, টাকা লেনদেনের ঘটনাকে কেন্দ্র করে দোকান থেকে ধারালো চাকু কিনে পরিকল্পিতভাবে সেই চাকুদিয়ে কুপিয়ে হত্যা করা হয় সুকুমারকে। পরে সুকুমারের ব্যাটারী চালিত ভ্যানের ব্যাটারী খুলে বিক্রি করা হয়। ঘাতক জিহাদকে বৃহস্পতিবার আদালতে হাজির করা হলে সে হত্যাকান্ডের স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে।
উল্লেখ্য শনিবার বিকেলে নাটোরের লালপুর উপজেলার চামটিয়া গ্রামের রাস্তার পাশ থেকে ভ্যানচালক সুকুমারের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় লালপুর থানায় অজ্ঞাত আসামীদের নামে মামলা হয়। পুলিশ তদন্ত চালিয়ে মুলহত্যাকারীকে সনাক্ত করতে সক্ষম হয়।


প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৫ | সময়: ৬:৩৪ পূর্বাহ্ণ | সুমন শেখ