ই-পেপার

জয়পুরহাটের সেই মাঠেই ফুটবল খেললো নারীরা

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: অবশেষে সকল বাধা বিপত্তি কাটিয়ে সকল জল্পনা কল্পনা ও ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুরের সেই খেলার মাঠে ফুটবল খেললো নারী খেলোয়াড়রা। ওই খেলায় জয়লাভও করেছে জয়পুরহাট জেলা প্রমিলা ফুটবল দল। তারুণ্যের উৎসব উপলক্ষে বুধবার বিকেলে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চ বিদ্যালয় খেলার মাঠে নারী (প্রমিলা) ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
ওই খেলার মাঠে দুপুর থেকে জমায়েত হতে শুরু করে নারী ও পুরুষ দর্শকরা। দর্শকে কানায় কানায় পরিপূর্ণ হয় সেই খেলার মাঠ। আক্কেলপুর উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে প্রমিলা ফুটবল খেলার আয়োজন করা হয়। সেই খেলায় অংশ গ্রহন করেন ঢাকা জেলা প্রমিলা ফুটবল দল এবং জয়পুরহাট জেলা প্রমিলা ফুটবল দল অংশ গ্রহন করে। খেলায় ১-০ গোলে জয়পুরহাট জেলা প্রমিলা ফুটবল দল চাপিম্পয়ন হয়।
উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলমের সভাপতিত্বে ওই খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক (ডিসি) আফরোজা আকতার চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মুহম্মদ আব্দুল ওয়াহাব, বিএনপির রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী এস,এম রাশেদুল আলম সবুজ সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা।
ঢাকা জেলা প্রমিলা ফুটবল দলের খেলোয়াড় মালা বলেন, এই মাঠে খেলতে এসে আমাদের খুব ভাল লাগছে। এতো দর্শক দেখে হেরে যাওয়ার কষ্ট ভুলে গেছি। প্রতিটি জেলা ও উপজেলায় এধরনের খেলা আয়োজন করা উচিৎ। মেয়েরা অনেক ভাল কিছু করবে। মাঠে অনেক দর্শকের উপস্থিতিই প্রমাণ করে পুরুষদের পাশাপাশি মহিলা ফুটবল খেলাও জনপ্রিয়।
তিলকপুর বাচ্চা হাজী ক্বওমি মাদ্রাসার সহকারী পরিচালক হাফেজ মাওলানা আবু বক্কর সিদ্দিক বলেন, নারীদের ফুটবল খেলার বিষয়ে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝির মাধ্যমে এমন ঘটনা ঘটেছে। আমরা নারী ফুটবলের বিরুদ্ধে নয় বরং অশ্লিলতার বিরুদ্ধে ছিলাম। যেখানে সরকার খেলাকে বৈধতা দিয়েছে, সেখানে সরকারের বিরুদ্ধে আমরা আর কখনো যাব না। এ ঘটনায় আমরা অনুতপ্ত। আজ শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে নারীদের ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
পুলিশ সুপার মুহম্মদ আব্দুল ওয়াহাব বলেন, বাংলাদেশ একটি সম্প্রীতি ও খেলা প্রেমীর দেশ। আজকের খেলার মাধ্যমে সেটা প্রমাণ হয়েছে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন এবং স্থানীয়দের সার্বিক সহযোগিতায় জয়পুরহাটবাসী আজ মেয়েদের একটি সুন্দর খেলা উপভোগ করেছে।
জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী জানান, তিলকপুর উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে এর আগেও অনেক ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। পূর্বে যে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছিল তা দুই পক্ষের কিছু ভুল বোঝাবুঝির কারণে ঘটেছিল। ঐ দিন নারী দলের খেলা ছিল না। খেলাটি পরের দিন হওয়ার কথা ছিল। তারা ক্ষমা চাওয়াই বিষয়টি সমাধান হয়েছে। আবারও পুরোদমে এই মাঠে মহিলা (প্রমিলা) দলের ফুটবল অনুষ্ঠিত হলো।
উল্লেখ্য, গত ২৮ জানুয়ারী ওই বিদ্যালয় মাঠে নারীদের ফুটবল খেলা নিয়ে ভাঙচুরের ঘটনা ঘটে। সেই ঘটনায় দেশ ও আন্তর্জাতিকভাবে আলোচনা-সমালোচনা হয়। সরকারের পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেওয়া হয়। গঠিত হয় দুটি তদন্ত কমিটি। পরে ভাঙচুরের ঘটনায় ভুল বোঝাবুঝি কারনে হয়েছে জানিয়ে অনুতপ্ত হয়ে অবশেষে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন ভাঙচুরকারীরা।


প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৫ | সময়: ৬:২৯ পূর্বাহ্ণ | সুমন শেখ