রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সভাপতি মরহুম আমানউল্লাহ আমানের বাড়িতে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে গোমস্তাপুর ইউনিয়নের নয়াদীয়াড়ী সিরোটলা গ্রামে এ ঘটনা ঘটে।
এসময় তার বাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা দুটি ককটেল নিক্ষেপ করলেও একটি বিস্ফোরিত হয়। অপরটি অবিস্ফোরিত অবস্থায় রয়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বৃহস্পতিবার সকালে গোমস্তাপুর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে অবিষ্ফোরিত ককটেলটি নিস্ক্রীয় করে।
এ বিষয়ে ওসি খায়রুল বাশার জানান, অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।