স্টাফ রিপোর্টার, দুর্গাপুর:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাজশাহীর দুর্গাপুরে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার জয়নগর ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণে রাজশাহী জেলা যুবদলের যুবনেতা শাহীন আলম লালনের পক্ষ থেকে এ শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কে এইচ রানা শেখ।
উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জয়নগর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব গোলাম মোর্শেদ শিবলী। এছাড়া অনুষ্ঠানে স্থানীয় ওয়ার্ড বিএনপির সাবেক সহ সভাপতি মিস্টার আলী ,বিএনপি নেতা মন্টু রহমান, জাবরুল ইসলাম, যুবদল নেতা শরিফুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক এসআর সোহানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে কে এইচ রানা শেখ বলেন, বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি গণমানুষের দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সবসময় দেশের সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায়, দেশ ও প্রবাসের প্রতিটি বিএনপি নেতাকর্মী জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, আমরা শুধু রাজনৈতিক আদর্শের জন্য নয়, মানবিক দায়িত্ববোধ থেকে অসহায় মানুষের পাশে দাঁড়াই। বিএনপি জনগণের দল, আ
গণমানুষের দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সবসময় দেশের সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায়, দেশ ও প্রবাসের প্রতিটি বিএনপি নেতাকর্মী জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, আমরা শুধু রাজনৈতিক আদর্শের জন্য নয়, মানবিক দায়িত্ববোধ থেকে অসহায় মানুষের পাশে দাঁড়াই। বিএনপি জনগণের দল, আর জনগণের দুঃসময়ে পাশে থাকাই আমাদের অঙ্গীকার।
সানশাইন/রবি/শামি