শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার,বাঘা :
রাজশাহীর চারঘাট-বাঘার সাবেক সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন এবং গ্রার্মেন্টস শ্রমিকদের প্রশিক্ষন কেন্দ্র ভাংচুর করেছে বিক্ষুব্ধ জনতা। আজ (৬ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে উপজেলার আড়ানীর বাড়িতে আগুন ও ছাতারী এলাকায় অবস্থিত একটি প্রশিক্ষণ কেন্দ্রে এই ভাংচুরের ঘটনা ঘটে । আওয়ামী সরকারের পতনের পর থেকে শাহরিয়ার আলম আত্মগোপনে আছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বাঘা উপজেলা সদর ও চারঘাটের দিক থেকে শতাধিক মোটরসাইকেলে বিক্ষুব্ধ জনতা বাড়িটির সামনে যান। এরপর কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। পরে বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থালে গেলে তার পূর্ব মুহুর্তে বিক্ষুব্ধ জনতা সেখান থেকে সটকে পড়েন।
স্থানীয় লোকজন জানান, এই বাড়িটিতে আগুন লাগার অনেক পরে ফায়ার সার্ভিসের লোকবল এসে আগুন নিয়ন্ত্রন করেন। ততক্ষনে বাড়ির আসবাব পত্র-সহ পুরো বাড়ি পুড়ে যায়।
এদিকে উক্ত ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাঘার ছাতারী এলাকায় আবস্থতি শাহরিয়ার আলমের গ্রার্মেন্টস শ্রমিকদের প্রশিক্ষণ কেন্দ্রটি ভাংচুর করেন। উভয় ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে উল্লেখ করেন প্রত্যক্ষদর্শীরা।
সানশাইন/নুরু/শামি