শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: বোয়ালিয়া ইনসানিয়াত ক্লাবের উদ্যোগে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) নগরের বিভিন্ন এলাকায় অসহায় ও দুস্থদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের সাবেক সফল মেয়র ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এবং রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল মিলন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বোয়ালিয়া ইনসানিয়াত ক্লাবের সভাপতি আসগার হোসেন (মনু ভাই)। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক হাসান ইমাম সরকার (মাসুম ভাই)সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শীতার্ত ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণের এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে অতিথিরা বলেন, এ ধরনের মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক প্রভাব ফেলে এবং অসহায় মানুষের দুঃখ-কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও প্রসারিত করার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানে উপস্থিত সকলে বোয়ালিয়া ইনসানিয়াত ক্লাবের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করেন।