ই-পেপার
সর্বশেষ সংবাদ :

নাটোরে পেট্রোল পাম্প বন্ধ থাকায় বিপাকে গ্রাহকরা

স্টাফ রিপোর্টার, নাটোর: রাজশাহী ও রংপুর বিভাগে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার, ডিস্ট্রিবিউটর, এজেন্ট ও পেট্রোল পাম্প মালিক সমিতির ডাকা ধর্মঘটের কারণে নাটোরে বিপাকে পড়েছেন গ্রাহকরা। বুধবার সকাল ৮টা থেকে ধর্মঘট কার্যকর করার কথা থাকলেও সকাল ৬টা থেকে জেলার বেশিরভাগ পেট্রোল পাম্প বন্ধ থাকায় যানবাহন চলাচল ব্যাহত হয়। এতে বিপাকে পড়েন গ্রাহকরা।
মঙ্গলবার বগুড়ার সান্তাহারে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানে দুটি পেট্রোল পাম্প ভেঙে ফেলা হয়।
উচ্ছেদ অভিযানের প্রতিবাদে অ্যাসোসিয়েশনের রাজশাহী ও রংপুর বিভাগীয় শাখা একত্রে ধর্মঘট করেছে। রাজশাহী শাখার সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল জলিল স্বাক্ষরিত এক বিবৃতিতে উচ্ছেদ অভিযানের পরপরই মঙ্গলবার হরতাল কার্যকর করার সিদ্ধান্ত হয়।


প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৫ | সময়: ৬:৩৮ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর