মঙ্গলবার, ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, পুঠিয়া:
বাংলাদেশ জাতীয়তাবাদী পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বানেশ্বর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মোঃ রায়হান সরদার সভাপতিত্বে বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় ঘটিকার সময় রাজশাহীর পুঠিয়া উপজেলার থানাধীন বানেশ্বর ইউনিয়নের শিবপুর বাজারে আখ সেন্টারে এই সভাটি অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম সমাপ্ত। বিশেষ অতিথি সদস্য সচিব আকুল হোসেন মিঠু। উপজেলা কৃষকদলের আহ্বায়ক রিপন রেজা-সহ বাংলাদেশ জাতীয়তাবাদী বানেশ্বর ইউনিয়ন কৃষক দলের বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।
সানশাইন/মেহেদী হাসান/রাজ