বৃহস্পতিবার, ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
আত্রাই প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ স্কাউটস উপজেলা শাখার আয়োজনে মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ অডিটরিয়াম হলরুমে সুন্দর পৃথিবীর জন্য স্কাউটিং আত্রাই উপজেলা শাখার ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ স্কাউটস আত্রাই উপজেলা শাখার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আত্রাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাযহারুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ আব্দুল্লাহ আল মামুন, একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার সরকার প্রমুখ।
সভাশেষে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন কে সভাপতি, হামিদুর রহমান প্রাং ও আবুল হোসেনকে সহ-সভাপতি, আব্দুল মতিনকে সাধারণ সম্পাদক, মোবারক আলীকে যুগ্ম-সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়েছে।