ই-পেপার
সর্বশেষ সংবাদ :

বান্দরবানে ৭ শ্রমিককে অপহরণ

সানশাইন ডেস্ক: বান্দরবানে লামা উপজেলার সরই ইউনিয়ন থেকে সাত শ্রমিককে অপহরণ করা হয়েছে বলে পুলিশ ও স্থানীয় এক জনপ্রতিনিধি জানিয়েছেন। সরই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের লুলাইং এলাকার আমবাগান থেকে রোববার সকালে তাদের অপহরণ করা হয় বলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (লামা সার্কেল) মো. করিম জানিয়েছেন।
সরই ইউপি চেয়ারম্যান মো. ইদ্রিস বলেন, “লুলাইন এলাকা থেকে কে বা কারা শ্রমিকদের অপহরণ করে নিয়ে যায়। তারা সেখানে বিভিন্ন কাজের জন্য শ্রমিক হিসেবে কাজ করেন। তবে তারা লামার স্থানীয় কেউ না। চট্টগ্রামের লোহাগাড়া ও আমিরাবাদ এলাকার বাসিন্দা হতে পারে।” তিনি বলেন, “সাত শ্রমিকের কাছে ৮ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছে বলে শুনেছি। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। নেটওয়ার্ক বিহীন দুর্গম এলাকা হওয়ার কারণে অপহৃত শ্রমিকদের নাম-ঠিকানা এখনও পাওয়া যায়নি।”
সরই ইউনিয়নের ক্যজু পাড়া পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. আতিকুর রহমান সাংবাদিকদের বলছেন, সাত শ্রমিককে সন্ত্রাসীরা অপহরণ করেছে বলে তারা শুনেছেন। পুলিশ ঘটনাস্থলের দিকে যাচ্ছে। পরে বিস্তারিত জানা যাবে। অতিরিক্ত পুলিশ সুপার বলছেন, “সাতজন শ্রমিককে পাহাড়ি কোনো সন্ত্রাসী গ্রুপ অপহরণ করে থাকতে পারে। পুলিশ ও সেনা সদস্যরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে।”


প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৫ | সময়: ৬:০১ পূর্বাহ্ণ | সুমন শেখ