বৃহস্পতিবার, ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার প্রাণকেন্দ্র অবস্থিত বিদ্যাপিঠ রহনপুর ভিশন প্রি-ক্যাডেট স্কুলের দুইদিনব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ক্রীড়া ও রবিবার সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্যে দিয়ে এই প্রতিযোগিতা শেষ হয়। স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় শিক্ষার্থীসহ অভিভাবকরা অংশ নেয়।
এতে শিক্ষার্থীরা দৌড়, বিস্কুট দৌড়, জল-ডাঙ্গা, অংক দৌড়, চেয়ার খেলা, দড়ি খেলা, হাড়ি ভাঙ্গা, যেমন খুশি তেমন সাজো, কেরাত, কবিতা আবৃত্তি সহ নাটিকা পরিবেশন করা হয়। এরআগে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির পরিচালক তরিকুল ইসলাম বকুল। এ সময় শিক্ষক কর্মচারী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।