ই-পেপার
সর্বশেষ সংবাদ :

বিএনপির শাহ মখদুম থানার আহ্বায়ক কমিটি থেকে ১৫ নেতাকর্মীর পদত্যাগ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানা বিএনপির আহ্বায়ক কমিটি থেকে ১৫ জন নেতাকর্মী পদত্যাগ করেছেন। শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি নেতা জাহাঙ্গীর আলম বাবলু। রাজশাহী মহানগর বিএনপির সাতটি থানার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কয়েকদিন থেকে বিভিন্ন মাধ্যমে এর প্রচারণা চালানো হচ্ছে।
পদত্যাগ করা ১৫ জন নেতাকর্মী জানান, শাহ মখদুম থানার আহ্বায়ক যে কমিটিটি গঠন করা হয়েছে তা তাদের না জানিয়ে। কমিটি গঠনের পর তারা জানতে পারেন যে আহ্বায়ক কমিটির মধ্যে তাদের নাম আছে। তাদের না জানিয়ে কমিটিতে নাম ব্যবহার করায় পদত্যাগ করা নেতৃবৃন্দ নিন্দা জানিয়েছেন। পদত্যাগকারী সদস্যরা হলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম বাবলু, আজিবর ইসলাম, আশরাফ হোসেন, শেখ আবু জাফর টুটু, সদস্য সুরযান আলী, ইমরুল কায়েস, আসলাম আলী, আতাউর রহমান, সামসুল আলম, মাসুদ পারভেজ, জিয়াউর রহমান, জাকির হোসেন।


প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৫ | সময়: ৬:৪২ পূর্বাহ্ণ | সুমন শেখ