বুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, বাঘা: ৩১ দফা বাস্তবায়নের মাধ্য দিয়ে বিগত আ’লীগ সরকার কর্তৃক জুলুম-নির্যাতনের প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির অন্যতম নেতা আনোয়ার হোসেন উজ্জল।
বৃহস্পতিবার বিকেলে বাঘা উপজেলা বিএনপির একাংশ ও মনিগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমান ৮৯তম জন্মবার্ষিকী, তার বড় সন্তান আরাফাত রহমান কোকোর মৃত্যু বার্ষিকী এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলার মীরগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি নেতা এনামুল হকের সঞ্চলনা ও মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নিয়াজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আনোয়ার হোসেন উজ্জল আরো বলেন, সামনের পথ মোটেও মসৃণ নয়। বিএনপির বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র করা হচ্ছে। এসব ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের আস্থা নষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না। মানুষের আস্থা ও ভালোবাসা অর্জনের মাধ্যমে দলকে সু-সংগঠিত করতে হবে।
তিনি আ’লীগ সরকারের জুলুম-নির্যাতনের প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়ে ৩১ দফা বাস্তবায়নের আহবান জানিয়ে বলেন, আমরা দেশের মানুষের শুভ পরিবর্তন ঘটাতে চাই, যেটি মানুষ প্রত্যাশা করে। এই পরিবর্তন কোনো জাদু বা ম্যাজিক নয় যে বলবো আর হয়ে যাবে। এজন্য জনগণের আস্থা ধরে রাখার নিমিত্তে নিজেদের পরিবর্তন করতে হবে এবং দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।
উক্ত দোয়া ও আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাঘা উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, আড়ানী পৌর সভার সাবেক মেয়র নজরুল ইসলাম, বাঘা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আল মানুম, চারঘাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুরাদ পাশা, বাঘা উপজেলা জিয়া পরিষদের সভাপতি বাবুল ইসলাম, মনিগ্রাম ইউনিয়ন যুবদল নেতা জিল্লুর রহমান, বাউসা ইউনিয়ন বিএনপি নেতা শিক্ষক নবাব আলী প্রমুখ।