ই-পেপার
সর্বশেষ সংবাদ :

নগরীর আইন-শৃংখলা নিয়ে আরএমপির পর্যালোচনা সভা

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরের কনফারেন্স রুমে ডিসেম্বর ২০২৪ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়ছে। এ সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।
সোমবার সকাল ১০টায় অনুষ্ঠিত উক্ত সভায় মহানগরীর গেল মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি, কিশোর অপরাধ, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তারী পরোয়ানা কার্যকারিতা বিষয়ক, গুরুত্বপূর্ণ মামলাগুলোর অগ্রগতির বিষয় নিয়ে মতামত ও সিদ্ধান্ত গ্রহন করা হয়।
অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন আরএমপির বোয়ালিয়া ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার অনির্বাণ চাকমা, উপ-পুলিশ কমিশনার (ফোর্স)বিভূতি ভূষণ বানার্জী, বিশেষ পুলিশ সুপার খোরশেদ আলম, উপ-পুলিশ কমিশনার (সদর) সাইফউদ্দীন শাহীন।
এছাড়াও সভায় আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, রাজশাহীর বিভিন্ন পর্যায়ের পুলিশ ইউনিট প্রধান ও নগীরর কয়েকটি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৫ | সময়: ৭:৪৭ পূর্বাহ্ণ | সুমন শেখ