ই-পেপার

পুলিশসহ ৮ জনকে গ্রেপ্তারে ট্রাইব্যুনালের পরোয়ানা

সানশাইন ডেস্ক: পুলিশ বাহিনীর ছয় কর্মকর্তা এবং আওয়ামী লীগের দুই নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের তদন্ত দলের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেয়।
ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তবে গ্রেপ্তারের সুবিধার জন্য পরোয়ানা জারি হওয়া আটজনের নাম ও পরিচয় প্রকাশ করেননি প্রধান কৌঁসুলি। তাজুল বলেন, “ঢাকায় সবচেয়ে আলোচিত ঘটনার সঙ্গে এরা জড়িত ছিলেন বলে তদন্ত দল প্রমাণ পাওয়ার পর তাদের গ্রেপ্তার পরোয়ানার আবেদন করা হয়। আদালত তা মঞ্জুর করেছেন।” এই আটজনের মধ্যে ছয় পুলিশ ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় কাজ করেছেন জানিয়ে তিনি এর বেশি তথ্য দিতে অপরগতা প্রকাশ করেন। এর আগে ৯৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল, যাদের মধ্যে কয়েকজন ছিলেন সামরিক বাহিনীর কর্মকর্তা বলেও জানিয়েছেন তাজুল ইসলাম।


প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৫ | সময়: ৭:৪৩ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর