রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর উদ্যোগে রাজশাহী মহানগরীতে ‘সেফটি হেলমেট সচেতনতা সপ্তাহ’ উপলক্ষে একটি বিশেষ সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়। এতে রাণীবাজার, স্টেশন রোড ও দড়িখরবোনা এলাকায় অবস্থিত হেলমেট বিক্রেতা প্রতিষ্ঠানসমূহকে বিএসটিআই’র গুণগত মান সনদ/ছাড়পত্র গ্রহণ ব্যতিরেকে নিম্নমানের ‘প্রোটেকটিভ হেলমেটস ফর টু হুইলার রাইডার্স’ এর বিক্রি-বিতরণ হতে বিরত থাকতে পরামর্শ প্রদান করা হয় এবং ক্রেতাসাধারণকে বিএসটিআই এর মানচিহ্ন দেখে হেলমেট ক্রয়ে উৎসাহিত করা হয়। এক্ষেত্রে ডিলার বা বিক্রেতাকে আমদানীকারকের নিকট হতে বিএসটিআই এর লাইসেন্স বা ছাড়পত্রের কপি সংগ্রহপূর্বক সংরক্ষণ এবং উক্ত হেলমেটে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহারের পরামর্শ প্রদান করা হয়। উল্লেখ্য, নিম্নমানের হেলমেট ব্যবহারের ফলে মটরসাইকেল, স্কুটার বা ইলেকট্রিক বাইক দুর্ঘটনায় ঘটে মারাত্মক প্রাণহানী।
বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহী’র পরিচালক জহুরা সিকদার এর নেতৃত্বে পরিচালিত উক্ত সার্ভিল্যান্স অভিযানে উপস্থিত ছিলেন বিএসটিআই, রাজশাহী’র কর্মকর্তা মোহাম্মদ শফিকুল আলম, মোঃ শরীফ হোসেন ও প্রকৌশলী জুনায়েদ আহমেদ।
অভিযানে খুচরা ও পাইকারি বিক্রেতা, ভোক্তাসাধারণ ও উপস্থিত উৎসাহী লোকজনকে নিয়মিত তাদের রাইডকে আনন্দময় ও ঝুঁকিমুক্ত রাখতে বিএসটিআই’র সঠিক মানচিহ্ন দেখে সেফটি হেলমেট অর্ডার/ক্রয় করা উচিৎ বলে মতামত ব্যক্ত করা হয়, যা পণ্যের মানের শতভাগ নিশ্চয়তা প্রদান করে। এছাড়াও বাজারে সয়লাব হওয়া নিম্নমানের হেলমেট পরিহার করে আন্তর্জাতিক মানদন্ড তথা বিএসটিআই এর সনদ/ছাড়পত্র প্রাপ্ত হেলমেট বিক্রয়, বিতরণ ও ব্যবহারের পরামর্শ প্রদান করা হয়। জনস্বার্থে বিএসটিআই’র এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।