ই-পেপার

বড়াইগ্রামে কৃষকের বাড়িতে ডাকাতি ছয় ভরি স্বর্ণ ও দেড়লাখ টাকা লুট

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে লইব আলী (৫০) নামে এক কৃষকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার মধ্য রাতে উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। লইব আলী ওই গ্রামের মৃত আস্তুল প্রামাণিকের ছেলে। এ ঘটনায় সোমবার দুপুরে ক্ষতিগ্রস্থ কৃষক থানায় লিখিত অভিযোগ করেছেন।
ভুক্তভোগী লইব আলী জানান, রাত দুইটার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে তিনি ঘরের বাইরে বের হলে আগে থেকে ওৎ পেতে থাকা ডাকাতদলের ছয়-সাতজন সদস্য তার মাথায় পিস্তল ঠেকিয়ে চোখ ও হাত বেঁধে ফেলে। পরে তাকে জিম্মি করে একইভাবে তার স্ত্রী ও মেয়েকেও বেঁধে রেখে ছয় ভরি স্বর্ণালংকার ও নগদ দেড় লাখ টাকা নিয়ে চলে যায়। পরে মেয়ে বেশ কিছুক্ষণের চেষ্টায় তার হাতের বাঁধন খুলে বাবা-মাকে উদ্ধার করে। বাইরে থেকে মই দিয়ে লাগিয়ে টয়লেটের ছাদে উঠে তারা বাড়ির ভেতরে ঢুকেছে বলে তিনি জানান।
লইব আলীর স্ত্রী শাহানারা বেগম জানান, তার স্বামীকে বাধার পর ডাকাতেরা তাকেও বেঁধে হাত ও কানের স্বর্ণের গয়নাসহ ঘরে থাকা স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটে নেয়। এ সময় তারা আরও স্বর্ণালংকার বের করে দিতে তাকে মারধর করেন বলে তিনি জানান।
এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্থ ব্যাক্তি থানায় লিখিত অভিযোগ করেছেন। দায়ীদের সনাক্ত করাসহ প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত চলছে।


প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৫ | সময়: ৭:৪০ পূর্বাহ্ণ | সুমন শেখ