রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে রাজশাহী কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী শিমুল হত্যার অভিযোগের প্রতিবাদে ২য় দিনেও বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে রাজশাহী কলেজের সাধারণ শিক্ষার্থীরা। রবিবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় রাজশাহী কলেজ প্রশাসন ভবনের সামনে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করা হয়। এর আগে শনিবার (২৫ জানুয়ারি) শিমুল হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে রাজশাহী কলেজের শিক্ষার্থীরা।
রাজশাহী কলেজ প্রশাসন ভবনের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নগরীর জিরো পয়েন্টেও মানববন্ধন করেন। এসময় তারা শিমুল হত্যার সুষ্ঠু বিচার এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
বিক্ষোভ মিছিল চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদ মূলক স্লোগান দিতে থাকেন। এসময় তাদের স্লোগান হিসেবে ব্যবহার করতে দেখা যায়, প্রক্টরের দুই গালে জুতা মারো তালে তালে। তুমি কে? আমি কে? বহিরাগত, বহিরাগত। বিচার চাই, শিমুল হত্যার বিচার চাই। আই রাবি দেখে যা রাজপথের বাপেরা। আমার ভাই কবরে খুনি কেন বাইরে? শিক্ষার্থীরা বলেন, এ ধরনের নির্মম হত্যাকাণ্ড শুধু শিমুলের পরিবারকেই নয়, পুরো শিক্ষার্থী সমাজকে শোকাহত করেছে। আমরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাই। আজকের মধ্যে যদি এই ঘটনার সুষ্ঠ তদন্ত ও জড়িতদের গ্রেফতার করা না হয়, তাহলে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় প্রশাসন কে প্রত্যাখ্যান করবো।
রাজশাহী কলেজ ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ (আবির) বলেন, গত বৃহস্পতিবার(২৩ জানুয়ারি) রাজশাহী কলেজ শিক্ষার্থী শিমুলকে প্রক্টর নিজেও উপস্থিত থেকে শিক্ষার্থীদের দিয়ে পিটিয়ে হত্যা করেছে। এই ঘটনার তিনদিন অতিবাহিত হয়ে গেলেও এখনো হত্যায় জড়িতদের কাউকে গ্রেফতার করা হয়নি। আমরা রাজশাহী কলেজের সকল শিক্ষার্থী এই ঘটনার প্রতিবাদ জানাই। আমরা আজকের মধ্যে এই ঘটনার সুষ্ঠ তদন্ত ও জড়িতদের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানাচ্ছি।
তিনি আরো বলেন, আজকে আমরা রাজশাহী বিভাগীয় পুলিশ কমিশনার ও রাজশাহী জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করবো এবং আজকের মধ্যে জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা না হলে আগামীকাল কাল আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে পদযাত্রা কর্মসূচি পালন করবো।
উল্লেখ্য বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আহত অবস্থায় শিমুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবি করছে, দুর্ঘটনায় আহত হয়ে শিমুল মারা গেছে। তবে শিমুলের স্বজনদের দাবি, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। অন্যদিকে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, শিমুলের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।