রামেবিতে ই-জনতা এ্যাপের বিল পেমেন্ট মডিউলের ডেমো প্রদর্শনী অনুষ্ঠিত

রামেবিতে ই-জনতা এ্যাপের বিল পেমেন্ট মডিউলের ডেমো প্রদর্শনী অনুষ্ঠিতন
স্টাফ রিপোর্টার :
আজ শনিবার সকাল ১১টায় রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) অস্থায়ী কার্যালয়ের কনফারেন্স কক্ষে বিভিন্ন ধরণের ফি’ জনতা ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং পদ্ধতির মাধ্যমে জমাকরণের লক্ষ্যে ই-জনতা এ্যাপের বিল পেমেন্ট মডিউলের ডেমো প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। প্রদর্শনী অনুষ্ঠানে রামেবি’র উপাচার্য প্রফেসর ডা. মোহাঃ জাওয়াদুল হক, রেজিস্ট্রার প্রফেসর ডা. মো. আব্দুস সালাম, জনতা ব্যাংকের জিএম (আইসিটি) মো. আনিস, জিএম মো. জাহাঙ্গির হোসেন জোয়ার্দার বক্তব্য দেন। বিল পেমেন্ট মডিউলের ডেমো প্রদর্শন করেন জনতা ব্যাংকের এজিএম মো. সাইফুল গনি ও পিও মো. হাফিজ।
রামেবির উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, এ্যাপের মাধ্যমে ফি’ পরিশোধের ক্ষেত্রে সার্ভিস চার্জ যেন সহনশীল পর্যায়ে থাকে তা নিশ্চিত করতে হবে। এছাড়া ডিজিটাল এ্যাপটির ব্যবহার যেন সহজ হয় সেটিও বিবেচনায় নিতে হবে। তিনি রামেবি’র বিভিন্ন ধরণের ফি’ পরিশোধের জন্য সহজলভ্য ও শিক্ষার্থী বান্ধব একটি ডিজিটাল ব্যাংকিং এ্যাপ তৈরির জন্য জনতা ব্যাংক কর্মকর্তাদের অনুরোধ করেন।  এসময় জনতা ব্যাংক কর্মকর্তারা বলেন,  ডিজিটাল ব্যাংকিং এর মাধ্যমে রামেবি অধিভুক্ত প্রতিষ্ঠান সমূহের বিভিন্ন ধরণের ফি’ জমা দিতে পারলে সময়, শ্রম ও খরচ সাশ্রয় হবে। এছাড়া প্রতিষ্ঠান ও শিক্ষার্থীরা ব্যাংকিং সময়ের পরেও যেকোন দিন, যেকোন সময় ফি’ পরিশোধ করার সুযোগ পাবেন। এসময় রামেবি’র পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ডা. মো. শাহ আলম, পরিচালক (অ.হি.) মোহাম্মদ ইব্রাহীম কবীর, পরিচালক (প. উ.) ইঞ্জিনিয়ার সিরাজুম মুনীর, জনতা ব্যাংকের ডিজিএম মো. নূর আলম, এজিএম মো. আতিকুর রহমান ও আব্দুল হাকিম, লক্ষিপুর শাখার ম্যানেজার (এসপিও) মো. শরিফুল ইসলাম সহ রামেবির বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৫ | সময়: ৩:২৪ অপরাহ্ণ | Daily Sunshine