পুঠিয়ায় আরাফাত রহমান কোকো’র ১০ম মৃ*ত্যুবার্ষিকী পালিত

ইমাম হোসেন, ডিজিটাল:

সারা দেশের ন্যায় রাজশাহীর পুঠিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বাংলাদেশের সাবেক প্রথম নারী প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছেলে আরাফাত রহমান কোকোর দশম মৃ*ত্যুবার্ষিকী ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭ টার সময় এই মৃ*ত্যুবার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

এ সময় মৃ*ত্যুবার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র আসাদুজ্জামান আসাদ। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ২০০৮ সাল ও ২০১৮ সালে বিএনপি’র পক্ষ হতে ধানের শীষ প্রতীক মনোনয়ন পাওয়া অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। একই সাথে অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল ও উপস্থিত বক্তারা আরাফাত রহমান রুহের আত্মার মাগফেরাত কামনা করেন পরে তার আত্মার রুহের মাগফেরাত কামনা করে বিশাল মোনাজাত করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন, জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক (সাবেক) পুঠিয়া উপজেলা বিএনপি। হাসিবুল ইসলাম, সাধারণ সম্পাদক পুঠিয়া পৌর বিএনপি। আসাদুজ্জামান আসাদ, সাবেক মেয়র পুঠিয়া পৌরসভা। রাজশাহী জেলা যুবদলের সদস্য মাসুদ রানা মন্ডল। মোঃ আলাউদ্দীন আলাল সাংগঠনিক সম্পাদক পুঠিয়া পৌর বিএনপি। মোঃ মনিরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক (২) পুঠিয়া পৌরসভা। বাবুল আক্তার, পুঠিয়া পৌর বিএনপি। ওসির উদ্দিন, পুঠিয়া পৌর কৃষকদলের আহ্বায়ক। জয়নাল মুহুরী, বিএনপি নেতা। নাজমুল হক মিলন, পুঠিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব। স্বাধীন, পুঠিয়া উপজেলা যুবদলের সদস্য। যুবদল নেতা, অনুপ কুমার, এছাড়াও সভায় জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য যে, আরাফাত রহমান কোকো ১২ আগস্ট ১৯৭০ সালে কুমিল্লায় জন্ম গ্রহণ করেন। ২৪ জানুয়ারি ২০১৫ সালে মাত্র ৪৫ বছর বয়সে মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে

মৃ*ত্যু বরণ করেন। পরে তাকে ঢাকার বনানীর কবরস্থান কবরস্থ করা হয়। মৃ*ত্যুকালে আরাফাত রহমান কোকো স্ত্রী শর্মিলা রহমান ও দুজন কন্যা সন্তান জাহিয়া রহমান, জাফিয়া রহমান সহ দেশ-বিদেশে অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

সানশাইন/রাজ


প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৫ | সময়: ১০:২৩ অপরাহ্ণ | Daily Sunshine