মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, বাঘা:
রাজশাহীর বাঘার চকরাজাপুর ইউপি চেয়ারম্যান ডিএম বাবুল দেওয়ানকে চার লক্ষ টাকা মুক্তিপণ নিয়ে ছেড়ে দিয়েছে অপহরণ-কারীরা । বুধবার (২২ জানুয়ারী) সন্ধ্যায় রাজশাহী জিরো পয়েন্ট থেকে তাকে অপহরণ করা হয়। অতঃপর রাতে ব্যাপক নির্যাতনের এক পর্যায় পরদিন বৃহস্পতিবার ভোর রাতে তাকে মুক্তি দেওয়া হয় বলে সূত্র নিশ্চিত করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার সন্ধ্যায় রাজশাহীর সাহেব বাজারের জিরো পয়েন্ট এলাকায় একটি চায়ের দোকান থেকে জোর পুর্বক চেয়ারম্যানকে তুলে নিয়ে যায় অপহরণ-কারীরা। ডি.এম বাবুল দেওয়ান বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চকরাজাপুর ইউপি চেয়ারম্যান। ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর রাজশাহী শহরে একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন তিনি।
সর্বশেষ বুধবার একটি চায়ের দোকান থেকে তাকে তুলে নিয়ে যায় অপহরণ-কারীরা। এরপর ৪ লক্ষ টাকা মুক্তিপণ নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়। স্থানীয় একাধিক সুত্র বিষয়টি নিশ্চিত করে বলেন, বাবলু দেওয়ান এখন শারীরিক ভাবে অসুস্থ্য তার মোবাইল বন্ধ রয়েছে। তবে এ বিষয়ে চেয়ারম্যান ডিএম বাবুল দেওয়ানের সাথে বারবার যোগাযোগ করেও তার মোবাইল খোলা পাওয়া যাইনি। প্রেক্ষান্তরে তার আত্নীয়রাও এ বিষয়ে কেউ কথা বলতে রাজি হননি। এর ফলে বিষয়টি রহস্যে ঘনীভূত হয়েছে।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আসাদুজ্জামান বলেন, এ বিষয়ে চেয়ারম্যানের ভাই পরিচয় দিয়ে অপহরণের ঘটনাটি আমাকে অবগত করেছিল। কিন্তু ঘটনাটি বাঘা থানার মধ্যে না হয়ে রাজশাহী বোয়ালিয়া থানা এরিয়ার মধ্যে হওয়ায় তাৎক্ষনিক ওই থানার ওসির সাথে যোগাযোগ করার বিষয়ে আমি তাকে সহযোগিতা করেছি।
এদিকে রাজশাহীর বোয়ালিয়া থানার ওসি মেহেদী মাসুদ বলেন, বাবুল দেওয়ানের স্ত্রীর মাধ্যমে পাওয়া খবরের ভিত্তিতে আমরা শহরের বিভিন্ন স্থানে অভিযান শুরু করি। অভিযানের পর অপহরণ কারীরা বিষয়টি বুঝতে পেরে তাকে ছেড়ে দিয়েছে এমনটি ধারনা করা হচ্ছে। তবে এ বিষয়ে তারা কোনো লিখিত অভিযোগ করেনি। করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সানশাইন/রাজ