মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েও অনিশ্চয়তায় হাবিবা

গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর মহিলা কলেজের শিক্ষার্থী হাবিবা খাতুন পারিবারিক ভাবে অস্বচ্ছল হওয়ায় তার ডাক্তারি পড়াশুনা চালিয়ে যাওয়া নিয়ে আশংকা দেখা দিয়েছে।
হাবিবা খাতুনের সাথে কথা বলে জানা গেছে, উপজেলার আলিনগর ইউনিয়নের এক দরিদ্র কৃষক পরিবারে তার জন্ম। তার বাবার নাম মোজাহার বিশ্বাস ও মাতা রাজিয়া বেগম। ২ ভাই ও ৪ বোনের মধ্যে সে চতুর্থ। ক্যান্সারে আক্রান্ত পিতার পক্ষে তার লেখাপড়ার খরচ চালিয়ে যাওয়া কতটুকু সম্ভব তা নিয়ে সে অনিশ্চয়তায় পড়েছে।
২০২১ সালে আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ-৫ নিয়ে এসএসসি এবং ২০২৩ সালে রহনপুর মহিলা কলেজ থেকে জিপিএ-৫ নিয়ে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়। সে ময়মনসিংহ মেডিকেল কলেজে ডাক্তারী পড়ার সুযোগ পেয়েছে।


প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৫ | সময়: ৪:০৬ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর