মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ।
বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে পুলিশের সোর্স পরিচয়ে আল আমিন (২৭) নামে এক কৃষকের হাতে হ্যান্ডকাফ লাগিয়ে ৫০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বৃহস্পতিবার বিকালে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। এর আগে বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের ইকড়ি গ্রামে এ ঘটনা ঘটে। ভূক্তভোগী আল আমিন ইকড়ি গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
ভূক্তভোগী আল আমিন জানান, তিনি বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে ৫০ হাজার টাকা নিয়ে একটি জমি লিজ নেয়ার জন্য গ্রামেই অপর এক কৃষকের বাড়িতে যাচ্ছিলেন। পথে আব্দুল করিমের বাড়ির সামনে আসলে আহম্মেদপুর-গুরুদাসপুর সড়কে দু’জন ব্যাক্তি তার পথরোধ করে।
এ সময় তারা নিজেদেরকে পুলিশের সোর্স পরিচয় দিয়ে এলোপাথাড়ি চড়-থাপ্পড় মেরে আল-আমিনের হাতে হ্যান্ডকাফ লাগায়। পরে তার পকেটে থাকা ৫০ হাজার টাকা তারা নিয়ে নেয়। এরপর কিছুদুর নিয়ে গিয়ে হ্যান্ডকাফ খুলে তাকে ছেড়ে দিয়ে সোর্স পরিচয় দেয়া দু’জন দ্রুত মোটর সাইকেলে করে চলে যায়।
এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, এ ঘটনায় পুলিশ তদন্তে নেমেছে। প্রকৃত ঘটনা উদঘাটন করাসহ আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।