বৃহস্পতিবার, ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, মোহনপুর: রাজশাহী মোহনপুর উপজেলার পারিবারিক শত্রুতার জের ধরে মারপিটের অভিযোগ পাওয়া গেছে। গত ২০ জানুয়ারি সোমবার সকাল সাড়ে সাতটার টার দিকে এই হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে মৌপাড়া মীরপাড়া গ্রামের আজাহার খাঁর মেয়ে সজনী খাতুন বাদী হয়ে মোহনপুর থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, একই গ্রামের আব্দুর রশিদ শেখের ছেলে লিপু শেখের সাথে ১ বছর পূর্বে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এমতবস্থায় ৪ মাস পূর্বে মৌখিক কালমা করিয়ে বিয়ে করে বাবার বাড়িতে রাখেন। সামাজিক ভাবে স্ত্রীর স্বীকৃতি দিয়ে তুলে নেওয়ার কথা বললে তাতে রাজি না হয়ে বাদীর বসত বাড়ীর সামনে এসে অকথ্য ভাষায় গালমন্দ করতে থাকে। এই সময় নিষেধ করলে বিবাদী আব্দুর রশিদের ছেলে লিপু শেখ, দিপু শেখ, টিপু শেখ, টিপু শেখের স্ত্রী আদরী খাতুন, দিপু শেখ স্ত্রী শাকিলা খাতুন নাছিমাকে এলোপাথাড়ী ভাবে চড় থাপ্পর, কিলঘুষি মারে। বাদীর মা ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে বিবাদীর হুমকি দিয়ে পালিয়ে যায়।
গুরুত্বর আহত অবস্থায় নাছিমাকে উদ্ধার করে মোহনপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসার জন্য নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।
আহত নাছিমা বেগম জানান, বিবাদীরা আমার বাম হাত ভেঙ্গে দিয়েছে। বিবাদীরা আমার মেয়েকে স্ত্রী হিসাবে মেনে না নিয়ে আতর্কিত ভাবে আমাদের উপর হামলা করে। পরে এলাকাবাসীর সহায়তায় তা হাসপাতালে ভর্তি হয়েছি।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাননান জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।