বুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
জয়পুরহাট প্রতিনিধি: এসো দেশ বদলাই, এসো পৃথিবী বদলাই।’ – এ স্লোগানে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জয়পুরহাটে ‘তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে-জয়পুরহাট সার্কিট হাউস মাঠে বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলায় জয়পুরহাট সদর উপজেলা কাবাডি দল ১৪ পয়েন্টে পাঁচবিবি উপজেলা কাবাডি দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ এ খেলায় জয়পুরহাট সদর উপজেলা কাবাডি দল পায় ৫২ পয়েন্ট। পক্ষান্তরে প্রতিদ্বন্দ্বী পাঁচবিবি উপজেলা কাবারি দল পায় ৩৮ পয়েন্ট। ফলে জয়পুরহাট সদর উপজেলা কাবাডি দল ১৪ পয়েন্ট বেশি পেয়ে চ্যাম্পিয়ন হয়।