রাজশাহীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) বিকেল ৪ টায় রাজশাহী শিশু একাডেমি প্রাঙ্গণে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, রাজশাহী মহানগরের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাড: এরশাদ আলী ঈশা এবং আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শহীদ জিয়া স্মৃতি সংসদ, কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মো: শরিফুল হক।

এসময় শহীদ জিয়াউর রহমানের স্মরণে এমন আয়োজনকে সাধুবাদ জানিয়ে বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি একজন অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী মানুষ ছিলেন। তিনি শিশুদের অনেক ভালোবাসতেন। শিশুদের মেধা বিকাশিত করার জন্য জিয়াউর রহমানের জীবনগাথা অত্যান্ত মূল্যবান।

তারা বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এসকল শিশুদের জিয়াউর রহমানের আদর্শে আদর্শিত করতে প্রতিনিয়ত এমন আয়োজন করতে হবে তবেই শিশুদের নিয়ে জিয়াউর রহমানের যে স্বপ্ন ছিলো যে, আজকের শিশুরাই আগামী দিনে একটি উজ্জ্বল ও স্বাধীন দেশ গড়বে সেটি বাস্তবায়ন হবে।

আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার তুলে দেন মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ। এরপর অতিথিবৃন্দের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন রাজশাহী শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দ।

রাজশাহী শহীদ জিয়া স্মৃতি সংসদের আহ্বায়ক মো: আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও সদস্য সচিব মো: রফিকুল আলম মৃদুলের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: নজরুল হুদা, সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, জিয়া পরিষদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি অধ্যাপক ড. মো: এনামুল হক সহ অন্যান্যরা।

 

 


প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৫ | সময়: ৯:২৯ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর