বাঘায় শহীদ জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার, বাঘা:

রাজশাহীর বাঘায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রয়াত প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। রবিবার (১৯ জানুয়ারি) বিকেলে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বর্ণাঢ্য মিছিলের মধ্য দিয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করেন বাঘা উপজেলা ও পৌর বিএনপি।

 

দলীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে বাঘা উপজেলা ও বাঘা পৌর বিএনপির উদ্যোগে উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত শাহদৌলা সরকারি কলেজ মাঠে শহীদ জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সভায় সভাপতিত্ব করেন বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম (তফি)।

 

এ সময় বক্তব্য রাখেন বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোখলেছুর রহমান মুকুল, সুরুজ্জামান সুরুজ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সালেহ আহম্মেদ সালাম, সাবেক আহ্বায়ক জুয়েল খান, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফি, বাঘা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তহিদুল ইসলাম কালু, বাঘা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম, সদস্য সচিব আসাদুজ্জামান আরিফ, বাঘা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সেলিম রেজা, শাহদৌলা সরকারি কলেজ ছাত্রদল আহ্বায়ক আশিকুর রহমান আশিক, বাঘা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসিফ আহম্মেদ শাওন প্রমুখ।

 

এ সময় বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৮৯ তম জন্মবার্ষিকী। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলীর বাগবাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। জিয়াউর রহমানের ডাকনাম ছিলো ‘কমল’। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তিনি বিএনপি প্রতিষ্ঠা করেন। জিয়াউর রহমান ছিলেন একজন সৎ সেনা কর্মকর্তা ও দেশপ্রেমিক। আজ তাঁর জন্মবার্ষিকী। এ উপলক্ষে প্রিয় নেতার প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।

 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফারুক আহম্মেদ, শাকিল আহম্মেদ, সোহাগ সরকার, মানিক হোসেন, মামুন থান্দার, মেহেদী হাসান পাপ্পু সহ আরো অনেকে। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল ও একটি মিছিল বাঘার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে যথাস্থানে এসে শেষ হয়।


প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৫ | সময়: ৯:৪৬ অপরাহ্ণ | Daily Sunshine