মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ।
মোঃ রাজন আহমেদ (ডিজিটাল):
আদিবাসী ছাত্র-জনতার ওপর হাম*লার প্রতি*বাদে রাজশাহীতে এক বি*ক্ষোভ সমাবেশ ও মান*বব*ন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচির আয়োজন করে আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটি।
সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অনিল গজার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শীত কুমার ওরাওঁ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের সাংগঠনিক সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম। এছাড়াও বক্তব্য দেন সাংস্কৃতিক সম্পাদক নিরলা মার্ডি, সহ-সভাপতি প্রশান্ত মিন্জ, সংগঠনিক সম্পাদক মনিকা মার্ডি, সদস্য স্বপন তিগ্যা এবং পাহাড়ি ছাত্র পরিষদের মহানগর সাধারণ সম্পাদক শামীম ত্রিপুরা।
বক্তারা জানান, নবম ও দশম শ্রেণির পাঠ্যপুস্তক থেকে আদিবাসী শব্দ মুছে ফেলার প্রতি*বাদে এনসিটিবি ভবন ঘেরাও কর্মসূচি চলাকালে “স্টুডেন্ট ফর সভারেন্টি” নামের একটি উগ্র সংগঠন ক্রিকেট স্টাম্পে জাতীয় পতাকা বেঁধে লাঠিসোঁটা নিয়ে হা*মলা চালায়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আ*হত হন।
বক্তারা সরকারের কাছে হাম*লাকা*রীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। একইসঙ্গে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, সমতল আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় গঠন এবং পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ সম্বলিত গ্রাফিতি পুনর্বহালের দাবি তোলেন।
মান*বব*ন্ধনে অংশগ্রহণকারীরা জানান, আদিবাসীদের ন্যায্য অধিকার আদায়ে এ ধরনের আন্দোলন চালিয়ে যাওয়া হবে।
সানশাইন/রাজ