পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

পাবিপ্রবি প্রতিনিধিঃ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।  বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) পাবনা সদর হাসপাতালে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ মইন উদ্দিন এবং আমিরুল ইসলাম আবিরের নেতৃত্বে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় ছাত্রদল নেতা-কর্মীরা পাবনা সদর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের রোগীদের হাতে শীতবস্ত্র তুলে দেন।

 

ছাত্রদল নেতা-কর্মীরা জানান, শীতে বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে শীতার্তদের শীতবস্ত্র দিয়ে পাশে থাকলেও হাসপাতালের দিকে কারো নজর থাকেনা। কিন্তু সরকারী অনেক রোগী থাকেন যাদের শীতবস্ত্র প্রয়োজন। সে জন্য তারা শীতবস্ত্র বিতরণের জন্য পাবনা সদর হাসপাতালকে ঠিক করেছেন।

তারা আরো জানান, বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধ থাকার কারণে তারা বিশ্ববিদ্যালয়ের বাইরে শীতবস্ত্র বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, ‘ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুপ্রেরণায় সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সব সময় কাজ করছে। আমরা বিভিন্ন সেবামূলক এবং মানবিক কাজ করে ছাত্র রাজনীতিতে একটা ইতিবাচক পরিবর্তন করতে চাই।’

আরেক যুগ্ম-আহ্বায়ক আমিরুল ইসলাম আবির বলেন, ‘তথাকথিত ছাত্র রাজনীতি থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটু ভিন্ন ধর্মী রাজনীতি করতে চায়। আমরা বিভিন্ন সেবামূলক কাজের মাধ্যমে শিক্ষার্থীদের পাশে থাকতে চাই।’

সানশাইন / মিকাইল/শামি


প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৫ | সময়: ৮:৪৭ অপরাহ্ণ | Daily Sunshine