মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ।
ইবি প্রতিনিধিঃ
শেখ হাসিনা খুঁজে এনে অবশ্যই তার প্রাপ্য শাস্তি দেয়া হবে বলে মন্তব্য করেছেন অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, অন্তর্র্বতীকালীন সরকার হোক বা পরবর্তী যে সরকারই আসুক না কেন আমাদের প্রধান কাজ হবে শেখ হাসিনাকে দেশে এনে তাকে তার প্রাপ্য শাস্তির আওতায় আনা। এর জন্য অবশ্যই বৈদেশিক চাপ প্রয়োগ করতে হবে।
শনিবার (১৮ জানুয়ারী) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সাংবাদিক সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।
প্রেস সচিব তার বক্তব্যে দেশের পূর্ব এবং বর্তমান দৃশ্য তুলে ধরার সাথে সাথে শেখ হাসিনাকে দেশে এনে তার প্রাপ্য শাস্তির আওতায় আনা হবে বলে আশ্বস্ত করেন। তিনি আরো বলেন, যে যে রাজনৈতিক সংগঠন আছে তারা অবশ্যই অন্তর্র্বতীকালীন সরকারের আলোচনা এবং সমালোচনা করবে কারণ আমাদের জানতে হবে আমরা কেমন দেশ পেতে যাচ্ছি। এজন্য আমাদের দেশের অবস্থা জানতে হবে। একটা ভঙ্গুর দেশ থেকে দেশটাকে সুগঠিত করতে অবশ্যই সবার এগিয়ে আসতে হবে।
বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের সভাপতি প্রফেসর ড. রশিদুজ্জামানের সভাপতিত্বে এবং সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক তাজমুল হক জায়িমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. এম এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম,যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. হোসাইন আল মামুন এবং আলোচক হিসেবে ছিলেন বাসসের বিশেষ সংবাদদাতা এস. এম রাশিদুল ইসলাম।
পবিত্র কুরআন থেকে তেলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীতের মধ্যে দিয়ে শুরু হওয়া সেমিনারে বক্তব্য রাখেন শাখা ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র ইউনিয়ন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিবৃন্দ। এসময় বক্তারা বিগত সরকারের আমলে নৈতিকতা বিবর্জিত সাংবাদিকতা থেকে বেরিয়ে জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে সুস্থ গণমাধ্যমের ধারাবাহিক অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
সানশাইন /ওয়াসিফ/শামি