মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ।
ইবি প্রতিনিধিঃ
ফেসবুক পোস্টে প্রকাশ্যে ‘লাল সন্ত্রাস’ ঘোষণা দেওয়া ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি মেঘমল্লার বসুকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। শনিবার (১৮ জানুয়ারি) বিকেল ৫ টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়ামোড় থেকে একটি বিক্ষোভ মিছল বের করেন তারা। পরে মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে সমবেত হয়। এসময় বিক্ষোভ সমাবেশে অংশ নেন শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীরা লাল সন্ত্রাসের গদিতে, আগুন জ্বালো একসাথে’; অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট একশান; শাহবাগীদের বিরুদ্ধে, ডাইরেক্ট একশান; এক দুই তিন চার, শাহবাগীরা বাংলা ছাড়; লাল সন্ত্রাসের ঠিকানা, এ ক্যাম্পাসে হবে না; জঙ্গিবাদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না; সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও; সন্ত্রাসীদের আস্তানা, এই বাংলায় হবে না; ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
সমাবেশে বক্তারা বলেন, ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু ঘোষণা দিয়েছে যে, বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য নাকি লাল সন্ত্রাসের প্রয়োজন হয়। অথচ এই লাল সন্ত্রাসেরা জুলাই আন্দোলনে ছাত্রলীগের সাথে অনুপ্রবেশ করে গনহত্যা চালিয়েছে। এটা তার কথার মাধ্যমে প্রমাণিত হয়। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা এমন সন্ত্রাসীদের পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে দেবো না। বাংলাদেশে বসে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করা এই দেশের যুবসমাজের পক্ষে সম্ভব নয়।
বক্তারা আরো বলেন, এই দেশে ক্ষুদ্র নৃগোষ্ঠী বলতে কিছু নাই। এই দেশের হিন্দুরাও আমাদের, মুসলমানরাও আমাদের , আদিবাসীরাও আমাদের। আমরা ধর্মের ভিত্তিতে কখনোই কাওকে আলাদা করতে চাই না। এদেশে আমাদের সকলের প্রথম পরিচয় আমরা মানুষ, তারপর দ্বিতীয় পরিচয় আমরা বাংলাদেশী। আমরা এই দেশে শান্তিতে থাকতে চাই, সন্ত্রাস নির্মূল করতে চাই। যারা ভারতের এজেন্ট হয়ে পার্বত্য চট্টগ্রামে অশান্তি সৃষ্টি করছে তাদের হুশিয়ার করে বলে দিতে চাই, ১৮ কোটি মানুষ যদি আপনাদের পেছনে লেগে যায় তাহলে আপনারা ভারতে পালানোর সুযোগও পাবেন না। যারা ভারতের এজেন্ট হয়ে এই দেশকে ভারতের একটি করদ রাজ্যে পরিণত করতে চাচ্ছে তাদের বিরুদ্ধে আমরা সবসময় সজাগ থাকবো।
এরআগে, শুক্রবার (১৭ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের টাইমলাইনে এক ইংরেজি বার্তায় উল্লেখ করেন, ‘লাল সন্ত্রাসই একমাত্র পথ বা উপায়।’
সানশাইন / ওয়াসিফ/শামি