জামায়াতের কর্মী সম্মেলন সফল করতে দুর্গাপুরে প্রচার মিছিল

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর:

রাজশাহী জেলা ও মহানগর জামায়াতের কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে দুর্গাপুরে প্রচার মিছিল ও পথ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।

 

শুক্রবার বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে প্রচার মিছিল ও পথ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

এসময় প্রচার মিছিলে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নুরুজ্জামান লিটন, উপজেলা জামায়াতের আমীর মাস্টার সাইফুল ইসলাম, সেক্রেটারি মাস্টার শামীম উদ্দিন, পৌর আমীর মাওলানা নুর আলম, শ্রমিক নেতা হাজী আমজাদ হোসেন, জামায়াত নেতা অধ্যাপক জাবের আলী, দেলুয়াবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জিয়াউর রহমান, ঝালুকা ইউনিয়ন আমীর মাওলানা আলিউল ইসলাম, যুব নেতা জুবায়ের মাহমুদ প্রমূখ।

 

মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিয়া চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা শনিবার রাজশাহী মাদ্রাসা মাঠে কর্মী সম্মেলন সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

সানশাইন/রাজন


প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৫ | সময়: ৮:৪০ অপরাহ্ণ | Daily Sunshine