মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ।
জিয়াউল কবীর স্বপন:
তাবলীগ জামাতের দুই পক্ষের বিভেদের ফলে ঢাকায় সংঘর্ষ ও হ*ত্যাকা*ণ্ডের পর থেকে মাওলানা সাদ ঢাকার ইজতেমা মাঠ, কাকরাইল মসজিদ-সহ দেশের বিভিন্ন মসজিদে তার কার্যক্রম পরিচালনা করতে পারছেন না বলে রাজশাহীতে এক সংবাদ স*ম্মেলনে জানানো হয়েছে।
মাওলানা সাদ অনুসারীদের বিরুদ্ধে তাবলীগ জামাতের অপর পক্ষ বিভিন্ন স্থানে উসকানিমূলক বক্তব্য ও কার্যক্রম পরিচালনা করেছে বলে অভিযোগ এনে তরুণ তাবলীগ কর্মীরা “সচেতন ছাত্র সমাজ” ব্যানারে এ সংবাদ সম্মেলন করেন।
শুক্রবার সকাল ১১টায় রাজশাহী প্রেসক্লাবে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাজশাহী মেডিকেল কলেজের ছাত্র তানজিম হাসান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শফিক আহমেদ ও তারেক ইসলাম, রাজশাহী সিটি কলেজের ছাত্র শাহরিয়ার হোসেন এবং রাজশাহী অগ্রণী কলেজের ছাত্র আবু বকর সিদ্দিক।
তরুণ তাবলীগ কর্মীরা দেশে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে ২০১৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ঘটে যাওয়া সকল অনাকাঙ্ক্ষিত হ*ত্যাকা*ণ্ডের বিচার বিভাগীয় নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এ দাবির বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা না হলে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে।
সানশাইন/রাজন