মহাদেবপুরে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর থেকে:

মহাদেবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬ জানুয়ারি বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক এক দিনের কর্মশালার উদ্বোধন করেন এবং একই দিন বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান।

 

জানা গেছে, গত ৪ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত উপজেলার ১০ ইউনিয়নে প্রত্যেক ইউনিয়নে উল্লেখিত বিষয়ের কর্মশালা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন পর্যায়ে যে সকল তরুণদের দল চ্যাম্পিয়ন হয়েছিল তাদের নিয়ে উপজেলা পর্যায়ে এই কর্মশালা অনুষ্ঠিত হলো। কর্মশালা শেষে বেলা আড়াইটার সময় বিচারক মণ্ডলীর ফলাফলের ভিত্তিতে ৩টি ইউনিয়নকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ীদের মধ্যে উত্তর গ্রাম ইউনিয়ন পরিষদ প্রথম স্থান, সফাপুর ইউনিয়ন পরিষদ দ্বিতীয় স্থান এবং এনায়েতপুর ইউনিয়ন পরিষদ তৃতীয় স্থান অধিকার করে প্রধান অতিথির কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন।


প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৫ | সময়: ৫:৫১ অপরাহ্ণ | Daily Sunshine