ই-পেপার
সর্বশেষ সংবাদ :

জয়পুরহাটে আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে জেলা আইনজীবী সমিতির নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ, অভিষেক ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদ- ২০২৫ এর শপথ গ্রহণ, অভিষেক ও প্রীতিভোজ অনুষ্ঠান জেলা আইনজীবী ভবনের তৃতীয় তলার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মজিবুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ (নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল) আব্দুল মোক্তাদির, ডেপুটি কমিশনার আফরোজা আকতার চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন জাহাঙ্গীর ও অতিরিক্ত পুলিশ সুপার কেএমএ মামুন খান চিশতী।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম তালুকদার।


প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৫ | সময়: ৭:৩৩ পূর্বাহ্ণ | সুমন শেখ