রবিবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলার বাইগাছা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ কয়েকজনের উপর হামলার প্রতিবাদে বুধবার সকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ জানুয়ারি সকালে প্রধান শিক্ষক সহ কয়েকজনের উপর হামলা ও লাঞ্চিত করার প্রতিবাদে বুধবার সকাল ১১টায় স্কুল প্রাঙ্গনে প্রায় ঘন্টা ব্যাপী মানববন্ধন করেন বাইগাছা উচ্চবিদ্যালয়ে সকল শিক্ষক, ছাত্র-ছাত্রী, ছাত্র-ছাত্রী অভিভাবক ও এলাকাবাসি।
মানববন্ধনে বক্তারা বলেন হামলাকারীরা এ্যাড. নাসির উদ্দিন এর নেতৃত্বে বাইগাছা গ্রামের মৃত আব্দুর বাকির ছেলে মুনসুর রহমান, মৃত পীর বক্সের ছেলে ছানোয়ার হোসেন, মৃত আমজাদের ছেলে আমিনুল ইসলাম, ছানোয়ারের ছেলে রেজোয়ান, মৃত মজিবর রহমানের ছেলে আলতাব হোসেন, মৃত আব্দুর রশিদের ছেলে সাহাবুল ইসলাম, নিয়ামত উল্লার ছেলে রেজাউল করিম, সুজনপালশা গ্রামের রইচ উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম এই হামলা চালান।
মানববন্ধন থেকে বক্তারা শিক্ষকের উপর হামলাকারিদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী করেন। এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন শিক্ষক কামরুজ্জামান হারুন, বিপ্লব কুমার, হারান চন্দ্র, আব্দুর রশিদ, নুরুল ইসলাম, তুহিনুল হক, সাইফুল ইসলাম, রেবেকা সুলতানা পারভীন, সারমিন সুলতানা, ৯ম শ্রেনীর ছাত্র সিয়াম, সামিউল, ১০ম শ্রেনীর ছাত্র হিজাজুর রহমান, ১০ শ্রেনির ছাত্রী জেবা ফারিয়া হিমু, নাজনিন আক্তার মনিরা, ছাত্র-ছাত্রী অভিভাবক সাহাবুল হক, আব্দুল হাকিম, নাজমুল হক, মোফাজ্জল হোসেন, তারেক মন্ডল, রয়েল রানা প্রমূখ।
বুধবার সকালে মানববন্ধন চলাকালে আবারো অর্তকিত ভাবে ছাত্র-ছাত্রীদের উপর হামলা করা হয়েছে বলে দাবি করেন এবং বুধবার দুপুরে সকল শিক্ষক, ছাত্র-ছাত্রী বাগমারা উপজেলা নির্বাহী অফিসার মাহাবুবুল ইসলামের নিকট স্মারক লিপি প্রদান করেন এবং পরবর্তীতে হামলার শিকার হতে পারেন বলেন জানান বাইগাছা উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রী।