চলে গেলেন সমাজ সেবক বাচ্চু সরকার, বিএনপি নেতা চাঁদের শোক বার্তা

স্টাফ রিপোর্টার, বাঘা:

এ পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে গেলেন বাঘার সর্বরহাট গ্রামের বিশিষ্ট সমাজ সেবক ও বিএনপি নেতা মাহবুব আলম ওরফে বাচ্চু সরকার (৫৬) ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার (১৫ জানুয়ারি) বাদ আসর তাঁর জানাজা অনুষ্ঠিত হয়েছে। এ জানাজায় উপস্থিত ছিলেন সর্বস্তরের হাজার-হাজার মানুষ। তিনি রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকারের পিতা।

 

বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের দাদপুর সর্বরহাট উচ্চ বিদ্যালয় মাঠে বিকাল ৪:৫০ মিনিটে জা*নাজার নামাজ শেষে বাচ্চু সরকারের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ জানাজায় বক্তব্য রেখেছেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ চাঁদ, জেলা বিএনপির যুগ্ম সদস্য সচিব সাইফুল ইসলাম মার্শাল, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য দেবাশীষ রায় মধু-সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। বক্তারা নি*হত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।

 

মাহবুব আলম ওরফে বাচ্চু সরকার উপজেলার গড়গড়ি ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা গ্রামের মরহুম আবদুস সামাদ মাস্টারের ছেলে। তিনি মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় কিডনি রোগে আক্রা*ন্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃ*ত্যুকালে তিনি এক স্ত্রী, এক ছেলে এবং ভাই-সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

এদিকে মাহবুব আলম ওরফে বাচ্চু সরকারের মৃত্যুতে গভীরভাবে শ্রদ্ধা ও সমবেদনা-সহ শোক বার্তা জানিয়েছেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ চাঁদ। তিনি শোক কথায় বলেন, বাচ্চু সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সক্রিয় সংগঠক ছিলেন। আমরা আজকে একজন নেতাকে হারালাম। আমি গভীর শ্রদ্ধার সাথে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, তিনি যেন বাচ্চু সরকারকে জান্নাতবাসী করেন এবং তাঁর শোকাহত পরিবারকে ধৈর্যধারণের তৌফিক দান করেন।


প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৫ | সময়: ৯:৫১ অপরাহ্ণ | Daily Sunshine