নওগাঁর পোরশায় জমিজমা বিরোধে বিএনপি নেতা ছু*রি*কা*ঘা*তে নি*হ*ত

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের বিএনপি নেতা মাইদুর রহমান (৪০) জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে ছু*রি*কা*ঘা*তে নি*হ*ত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার নিতপুর বালাশহিদ এলাকার দক্ষিণ মাঠে একটি বিবাদমান আবাদী জমির মাপজোক নিয়ে প্রতিপক্ষের সঙ্গে কথাকাটাকাটির পর মাইদুর রহমানকে ছু*রি*কা*ঘা*ত করা হয়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মাইদুর রহমান নিতপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য (মেম্বার) এবং পূর্ব দিয়াড়াপাড়া গ্রামের আজাদের ছেলে। দীর্ঘদিন ধরে তার সঙ্গে গোপিনাতপুর গ্রামের মৃ*ত জিল্লু রহমানের ছেলে আব্দুর রহিম (৫৭), রহিমের ছেলে ইসমাইল (৩০) ও বারকুল্লা (২৫)-এর জমি নিয়ে বিরোধ চলছিল।

 

মঙ্গলবার দুপুরে জমির মাপজোকের সময় মাইদুর রহমান ও প্রতিপক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে রহিম ও তার ছেলেরা মাইদুরকে ছু*রি*কা*ঘা*ত করেন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে পোরশা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ*ত ঘোষণা করেন। এ সময় তার ভাই হামিদুল (৩৫)ও প্রতিপক্ষের হামলায় আ*হত হন।

 

পোরশা থানার অফিসার ইনচার্জ শাহীন রেজা জানান, পুলিশ লা*শ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং মামলার প্রক্রিয়া চলছে। আসামীরা পলাতক থাকায় তাদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

সানশাইন/রাজন


প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৫ | সময়: ৬:৪১ অপরাহ্ণ | Daily Sunshine