মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ।
লিয়াকত আলি বাবলু, (মহাদেবপুর):
“জ্ঞান-বিজ্ঞানকে করব জয়, সেরা হব বিশ্বময়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহাদেবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ২০২৫ উপলক্ষে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।
১৪ জানুয়ারি (মঙ্গলবার) বেলা ১১টার সময় মহাদেবপুর উপজেলা প্রশাসন চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান এই মেলার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান। সভায় মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আরা, উপজেলা আইসিটি অফিসার শাহীন আরা রুমি, এবং সর্বমঙ্গলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদ রানা চৌধুরী।
মেলার উদ্বোধনের পর নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলহাসিব পরাগ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সুলতান মাহমুদ, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা এ কে এম জামান, এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাজমা বেগমসহ সংশ্লিষ্টরা বিভিন্ন বিদ্যালয়ের ক্ষুদে বিজ্ঞানীদের স্থাপিত প্রদর্শনী স্টলগুলো ঘুরে দেখেন।
এই মেলায় উপজেলার ৯২টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১১টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। অংশগ্রহণকারী উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো: উচ্চ জাহাঙ্গীরপুর সরকারি কলেজ, রাইগা ডিগ্রি কলেজ, চাঁন্দার ডিগ্রি কলেজ, সর্বমঙ্গলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, জাহাঙ্গীরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয়, জয়পুর ডাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয়, শিবগঞ্জ উচ্চ বিদ্যালয়, খাজুর ইউপি উচ্চ বিদ্যালয়, সরস্বতীপুর উচ্চ বিদ্যালয়, এবং রাইগা উচ্চ বিদ্যালয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান বলেন, “বর্তমান যুগ বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। দেশের উন্নয়নকে আরও গতিশীল করতে জাতিকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে হবে। বিজ্ঞানের অর্জনকে টেকসই করতে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চার আগ্রহ বাড়ানো অত্যন্ত জরুরি।”
সানশাইন/রাজ